পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলার ঘটনা পুর্ব পরিকল্পিত ছিল না;হাসানুল হক ইনু এম,পি
মোস্তফা মিয়া,পীরগঞ্জ (রংপুর) :
জাসদ কেন্দ্রিয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, আমি পীরগঞ্জের এ অগ্নিকান্ডের ঘটনা জানার পর প্রতিনিয়ত রংপুরের এসপির সঙ্গে যোগাযোগ রেখেছি । আমি ঘটনাস্থল পরিদর্শন করে অনেকের সঙ্গে কথা বলে জেনেছি,এ হামলার ঘটনাটা পুর্ব পরিকল্পিত ছিলনা । দেশের বিভিন্নস্থানে হামলার সুত্র ধরে এ হামলার ঘটনা ঘটেছে । হামলার ঘটনাটি আটকানো যেত । কেন তা সম্ভব হয়নি বিষয়টি খতিয়ে দেখা দরকার । হাসানুল হক ইনু আরও বলেন,দেশের ৩২ হাজার পুজা মন্ডবে যদি হামলা না হয় তা হলে কেন দেশের ৫০ টি স্থানে হামলা হল ? এ গুলোর সুষ্ট তদন্ত হওয়া দরকার । এ সকল হামলার মুলৎপাটন করা । প্রয়োজনে এ সব ঘটনার জন্য পৃথক আদালত গঠন করে দ্রত বিচার সম্পন্ন করতে হবে । তাহলেই দেশকে সাম্প্রদায়িক মুক্ত করা সম্ভব । মঙ্গলবার পীরগঞ্জে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে পীরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে ব্রিফ কালে হাসানুল হক ইনু এ সব কথা বরেন ।এর আগে ইনু অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের প্রতি আহবান জানান । এ সময় রংপুর জেলা জাসদের সাধারন সম্পাদক কুমারেশ রায়,পীরগঞ্জ উপজেলা জাসদের সভাপতি মীর মোহাম্মদ মানিক,সাধারন সম্পাদক আব্দুস সাত্তার মিয়া,জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি ওসমান গণী,উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি মোত্তাহীদ প্রমুখ ।